Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নামজারি
  • অনলাইনে নামজারির আবেদন করুনঃ mutation.land.gov.bd/
  • অনলাইনে নামজারি শিখুন ভিডিও দেখেঃ mutation.land.gov.bd/tutorial
  • নামজারির সরকারি ফী ১১৭০ টাকা। এর মধ্যে আবেদনের শুরুতে ৭০ টাকা এবং আবেদন মঞ্জুরক্রমে খতিয়ান নং প্রদান করা হলে ১১০০ টাকা প্রদান করতে হবে ।
  • নামজারির ফী জমাদানের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন। কাজেই উপজেলা বা ইউনিয়ন ভূমি অফিসে কোন প্রকার নগদ অর্থ লেনদেনের সুযোগ নেই।
  • সরকারি ফী পরিশোধ করে আবেদনকারী নিজ দায়িত্বে খতিয়ান প্রিন্ট করে নিতে পারবেন। উপজেলা বা ইউনিয়ন ভূমি অফিস থেকে কোন প্রকার প্রিন্ট কপি সরবরাহ করা হবে না।
  • ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। নাগরিক নিজে অনলাইনে আবেদন করবেন এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনলাইনে হোল্ডিং অনুমোদন করবেন।
  • হোল্ডিং অনুমোদিত হলে নাগরিক নিজে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে অনলাইন দাখিলা গ্রহণ করবেন এবং নিজ দায়িত্বে প্রিন্ট করবেন। ইউনিয়ন ভূমি অফিস থেকে কোন দাখিলার কপি প্রদান করা হবে না।
  • নামজারি বা ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে যেকোন প্রকার নগদ টাকা লেনদেন থেকে বিরত থাকুন।
  • ভিপি, চান্দিনা ভিটি ইত্যাদির লিজ মানি পরিশোধের ক্ষেত্রে ডিসিআর ব্যতীত কোন লেনদেন করবেন না।
  • নামজারির খতিয়ান নং প্রদান, ভূমি উন্নয়ন করের হোল্ডিং অনুমোদন বা লিজ মানি পরিশোধের ক্ষেত্রে কোন প্রকার হয়রানির শিকার হলে সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করুন। মোবাইলঃ 01318259125 (হোয়াটস অ্যাপ)